এতদ্বারা পরিবার পরিকল্পনা বিভাগের জামালপুরস্থ সকল পর্যায়ের কর্মকর্তা, কর্মচারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমান জামালপুর জেলা বাংলাদেশের বন্যাকবলিত জেলার মধ্যে অন্যতম, দেওয়ানগঞ্জ, মাদারগঞ্জ, ইসলামপুর ও মেলান্দহ এর অধিকাংশ এলাকা বন্যাকবলিত হয়েছে, মানুষজন অসাহায় হয়ে পড়েছে, অনেক কর্মীর বাড়িতে পানি উঠেছে, কেন্দ্রগুলোতে স্বাস্থ্য সেবা দেওয়া যাচ্ছে না। এমতাবস্থায় সকলকে নিজে নিরাপদে থেকে যার যতটুকু সামর্থ আছে তা দিয়ে বন্যাকবলিত মানুষের পাশে দাড়ানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে। অফিসিয়াল যাবতিয় ডকুমেন্ট নিরাপদ স্থানে রাখতে বলা যাচ্ছে, এ ছাড়া বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে দেখা দিতে পারে নানারকম পানি বাহিত রোগ। তাই আগে থেকে এ বিষয়ে সতর্ক করার জন্য পরামর্শ প্রদান অব্যাহত রাখবেন। মা ও শিশু বিশেষ করে গর্ভবতী মায়েদের ব্যাপারে বিশেষ সেবা ও পরামর্শ অব্যাহত রাখবেন। শিশুরা যেন একা পানিতে না নামে সে দিকে নজর রাখতে পরামর্শ দিবেন। কিশোর/কিশোরীদের ব্যক্তিগত পরিস্কার পরিচ্ছন্নতার বিষয়ে স্বাস্থ্যশিক্ষা প্রদান করবেন।
উপপরিচালক, পরিবার পরিকল্পনা, জামালপুর
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS